0%

Fire Safety – Fortune Square Convention Hall

author
alihshawon
March 17, 2024

বর্তমান শুষ্ক মৌসুমে দেশে আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে অগ্নিকাণ্ড। পর্যাপ্ত সেফটি মেইনটেন্যান্স না থাকায় অনেক বিল্ডিংই যেন এক একটি টাইম বোমা। কিন্তু আপনার সুরক্ষার বিষয় নিশ্চিত করতে ‘ফরচুন স্কয়ার কনভেনশন’ শুরু থেকেই রয়েছে সতর্ক। কারণ আমরা বিশ্বাস করি, গ্রাহকদের নিরাপত্তাই প্রথম।

অগ্নিকাণ্ড থেকে আপনার নিরাপত্তা নিশ্চিত করতে ফরচুন স্কয়ার কনভেনশনে রয়েছে:

  • প্রতিটি ফ্লোরে স্মোক এবং হিট ডিটেক্টর।
  • অটোম্যাটিক ফায়ার অ্যালার্ম সার্ভিস। কোনো ফ্লোরে আগুনের আলামত পাওয়া গেলে পুরো বিল্ডিংয়ে বেজে উঠবে অ্যালার্ম।
  • আছে ২৪ ঘণ্টা অটো মনিটরিং প্যানেল। ফলে চোখ এড়ায় না কোনো গোলযোগ।
  • রয়েছে একাধিক ফায়ার এক্সটিংগুইশার।
  • ১০ ফুট প্রশস্ত দুটি ইমার্জেন্সি এক্সিট। রয়েছে ধোঁয়া বের হওয়ার জন্য ডেডিকেটেড উইন্ডো।
  • ফায়ার হাইড্রান্টসহ হোস পাইপ, যার মাধ্যমে পুরো ফ্লোর কাভার করা সম্ভব।
  • পানি প্রবাহ নিরবচ্ছিন্ন থাকার জন্য রয়েছে তিনটি শক্তিশালী ডেডিকেটেড পাম্প
  • প্রতিটি স্টাফের রয়েছে ফায়ার ফাইটিং ট্রেনিং, যাদের নিয়ে ৬ মাসে একবার করে মহড়া করা হয়।
  • শর্ট সার্কিট জনিত কারণে আগুন যাতে না লাগে সেজন্য রয়েছে ৫ স্তরের সার্কিট ব্রেকার।
  • দুর্ঘটনার সময় দ্রুত ব্যবস্থার জন্য থাকে স্ট্যান্ডবাই প্রশিক্ষিত জনবল।

তাই ফরচুন স্কয়ার কনভেনশনে আপনি ও আপনার প্রিয়জন সম্পূর্ণ নিরাপদ।

Posted in Blog

Write a comment